পঞ্চগড়ে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার খাস সরকারি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য অফিসার শাহ নেওয়াজ সিরাজীসহ উপজেলা পরিষদ ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২০২০- ২০২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধিন রাজস্ব খাতের আওতায় পঞ্চগড় সদর উপজেলায় খাস সরকারি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।