ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রায় নৌকাডুবি

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নৌপথে শোভাযাত্রা করার সময় কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।শনিবার টেক্সাস রাজ্যের লেক ট্রাভিসে এ নৌডুবি হয়। এতে আড়াই হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিল।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের সমর্থনে নৌ শোভাযাত্রায় অনেকগুলো স্পিডবোট নিয়ে এগোনো শুরু করার সঙ্গে সঙ্গে পাল্টাপাল্টি বহু ঢেউ সৃষ্টি হয়, এতে পানিতে অস্থিরতা দেখা দিলে অন্তত চারটি বোট ডুবে যায় ও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছিল। এর নাম দেয়া হয়, লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড।

ফেসবুকে এ নামে ইভেন্টও খোলা হয়েছিল। সেখানে দুই হাজার ৬০০ জনেরও বেশি লোক অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। আয়োজকরা স্পিডবোটগুলোকে ঘন্টায় ১৬ কিলোমিটার বেগে চালানোর নির্দেশনা দিয়েছিল।

ট্রাভিস কাউন্টি শেরিফ দফতরের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানোর কোনও আলামত পাওয়া যায়নি।