খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখে সিদ্ধান্ত : আইনমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও দরখাস্তে কী লেখা আছে সেসব বিবেচনা করে মুক্তি এক্সটেনশনের (মুক্তির মেয়াদ বৃদ্ধি) বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, সম্প্রতি তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে। সেটা এখনও আমি পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে বলে জানান তিনি। খালেদার স্থায়ী জামিনের বিষয়ে যে আবেদন এসেছে সেটার অবস্থা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে- এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি প্রথমে কারেকশন করতে চাই খালেদা জিয়া জামিনে নেই। কোনো আদালত তাকে জামিন দেননি। গত মার্চ মাসে তার পরিবার থেকে একটি দরখাস্ত করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়া হয়েছিল যে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহীর আদেশে তাকে যেন জেলখানা থেকে মুক্তি দেয়া হয়।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিকনির্দেশনা দিয়েছিলেন ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় তার (খালেদা) দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার জন্য। গত ২৫ মার্চ সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন। আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন তিনি একটি দরখাস্ত পেয়েছেন। সেপ্টেম্বরের ২৪ তারিখ ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তে কপি পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। পৌঁছলে আমরা বিবেচনা করবো। দরখাস্তে কী লিখেছেন সেটা এখনও আমি জানি না। সেক্ষেত্রে আমি কী বিবেচনা করবো, দরখাস্ত না পড়ে কথা বলাটা আমার ঠিক হবে না। Share this:FacebookX Related posts: সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না: আইনমন্ত্রী দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির : আইনমন্ত্রী আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করোনা গুজব রোধে বিশেষ অনুষ্ঠান প্রচারে নোটিশ খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, এজলাসে তালা চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি SHARES Matched Content আইন আদালত বিষয়: আইনমন্ত্রীখালেদা জিয়ারস্বাস্থ্যের অবস্থা দেখে সিদ্ধান্ত