মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির : আইনমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি বাংলাদেশের জন্য স্বস্তির বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এটা (ফাঁসি কার্যকর) আমাদের জন্য স্বস্তির; পর্যায়ক্রমে সকল বঙ্গবন্ধুর সকল খুনিদের এনে রায় কার্যকর করা হবে।’ শনিবার (১১ এপ্রিল) রাত ১২ টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এর পর তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, রায় কার্যকর করা অবশ্যই আমার একটা স্বস্তি আছে। এরা হচ্ছে প্রকৃত খুনি, এদেরকে সমাজে রাখাটাই উচিত না। আমরা যে এটা কার্যকর করতে পেরেছি নিশ্চয় এটা আমাদের জন্য এক বিরাট স্বস্তির ব্যাপার।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা রক্ষা করা হয়েছে। আমি আগেও বলেছি, যারা বাইরে আছেন ইনশাআল্লাহ আমরা তাদের সকলকে এ রায় কার্যকর করার স্বার্থে বাংলাদেশ এন এ তাদের রায় কার্যকর করব।’ এদিকে, ফাঁসি কার্যকরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে ফাঁসির প্রস্তুতি দেখতে কারাগারে যান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। ফাঁসি কার্যকরের বিষয়টি আগে থেকে নিশ্চিত ছিল। তাই রাত ১০টার পর আবদুল মাজেদকে তার সেলে গিয়ে তওবা পড়িয়েছেন কারা মসজিদের ইমাম। কারা সূত্র জানায়, চিৎকার করে কেঁদে তওবা পড়েছেন ক্যাপ্টেন মাজেদ। Share this:FacebookX Related posts: সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না: আইনমন্ত্রী দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখে সিদ্ধান্ত : আইনমন্ত্রী আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর সুদহার ৯ শতাংশ নির্ধারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট করোনা গুজব রোধে বিশেষ অনুষ্ঠান প্রচারে নোটিশ রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড বাতিল আবেদন আপিলেও বহাল ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী পুলিশের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি SHARES Matched Content আইন আদালত বিষয়: আইনমন্ত্রীদেশের জন্য স্বস্তিরমাজেদের ফাঁসি