অ্যাসিডে ঝলসে গেল ঘুমন্ত দম্পতির শরীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ নিউজ ডেস্ক : জামালপুর সদরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে কৃষক মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে ওই উপজেলার দিগপাইত ইউপির গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মামুনুর রশীদ বাবলুর বাড়ির সামনে একটি গরুর খামার আছে। সেই খামারের নির্মাণাধীন গোয়াল ঘরের এক কোণে একটি চৌকিতে বিছানা পেতেছেন তিনি। প্রতি রাতেই স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে গরু পাহারা দিতেন। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘুমন্ত দম্পতির মশারির উপর অ্যাসিড ছুড়ে মারে। এতে বাবলুর ডান চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থান এবং আমেনা বেগমের ডান হাত থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা জানায়, বাবলু ও তার স্ত্রীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোববার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেস্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাবলুর ভাতিজা মো. মেরাজুল ইসলাম বলেন, আমার চাচাতো বোনের স্বামী জাহাঙ্গীর আলম বিপুলের সঙ্গে সৎভাইদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল লতিফ মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। ওই দম্পতির চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন তার স্বজনরা। তারা অভিযোগ করবেন। অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। Share this:FacebookX Related posts: করোনায় প্রাণ গেল আরও ৩৬ জনের ভারত থেকে নষ্ট পেঁয়াজ আসায় দাম বেড়ে গেল পাইকারিতে ঘুমন্ত শিশুকে কামড় দিল সাপ,ঝাড়ফুঁকের সময় মৃত্যু নাটোরে হঠাৎ ঘূর্ণিঝড়, উড়ে গেল ৩০ ঘরবাড়ি ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরি গরম পানি দিয়ে স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ SHARES Matched Content সারা বাংলা বিষয়: অ্যাসিডেগেলঘুমন্তঝলসেদম্পতিরশরীর