দাওয়াত খেয়ে ফেরার পথে তিনজন নিহত

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

নিউজ ডেস্ক :কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউপির অলিপুর এলাকার মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন এবং একই ইউপির বাজারপাড়ার আব্দুল হাকিমের দুই ছেলে তারেক রহমান নিলয় এবং নিলয়ের ছোট ভাই তানজিলুর রহমান।

এরমধ্যে আমজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে তারেক রহমান নিলয় চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা শেষ করে ইন্টার্নিতে ছিলেন। তার ছোট ভাই তানজিলুর রহমান বান্দরবান সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, দুপুরে চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারমুখী কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে দুইজন আরোহীর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসক তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় কাভার্ডভ্যান হেফাজতে নেয়া হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

আমজাদ হোসেনের মামা সাজ্জাদ হোসেন জানান, আমজাদ ও তারেক তারা দুইজন বন্ধু। মোটরসাইকেল যোগে তারেকের ছোট ভাইসহ তারা তিনজন চকরিয়া সদরে দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জিন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি ক্যাভার্ডভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। আমরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসছি।

কক্সবাজারের চকরিয়ার একই এলাকার আমজাদ ও তারেকের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিদ রহমান। তিনি বলেন, এ মৃত্যু মেনে নেয়া যায় না। সড়কে পিষ্ট হয়েছে আমার মেধাবী বন্ধুরা। আমজাদ খুবই মেধাবী ছিলো। ডিপার্টমেন্টে সে মেধা তালিকায় দ্বিতীয় ছিলো। আর সবচেয়ে বড় কথা আমজাদ ও তারেক পরিবারের বড় ছেলে। এই শোক আমরা কীভাবে সহ্য করব, জানি না।