ঘুমন্ত শিশুকে কামড় দিল সাপ,ঝাড়ফুঁকের সময় মৃত্যু

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

নিউজ ডেস্ক :ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে এনামুল হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল কালীগঞ্জ উপজেলার নেয়ামতপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির বাবা মোক্তার হোসেন বলেন, এনামুল রাতে আমাদের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে হঠাৎ তার কান্নার শব্দ শুনে উঠে দেখি বিছানায় সাপ। সাপ এনামুলের হাতে কামড় দিয়েছিল। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করার সময় ভোরে সে মারা যায়।