মহিলা ফুটবলারের মাথায় টিয়ার বিশ্রাম, বিরক্ত না করতে বন্ধ প্র্যাকটিস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ নিউজ ডেস্ক :ক্রিকেট বা ফুটবল মাঠে প্রাণী ঢুকে খেলায় বিঘ্ন ঘটানো নতুন কিছু নয়। এই দৃশ্য দেখেছে অনেকেই। কিন্তু এ বার আন্তর্জাতিক ফুটবল দলের প্র্যাকটিসে উড়তে উড়তে ঢুকে পড়েছিল একটি ম্যাকাও। তার পর তার কাণ্ডকারখানার ভিডিও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই ভাইরাল হয়। সম্প্রতি রিও ডি জেনেইরো-র স্টেডিয়ামে চলছিল ব্রাজিলের জাতীয় মহিলা ফুটবল দলের প্র্যাকটিস। সেসময়ই ম্যাকাওটি উড়ে এসে বসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রুনা বেনিতেসের মাথায়। পাখিটিকে বিরক্ত না করতে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন তিনি। পাখিটিও বসেই থাকে তার মাথাতে। কিছুক্ষণ পরে প্র্যাকটিসে থাকা সাদা টি-শার্ট পরিহিত এক ব্যক্তি ফুটবল এনে ধরেন পাখিটির সামনে। তার পর ডানা ঝাপটে ফুটবলের উপর উঠে পড়ে ম্যাকাও। ব্রুনা হাফ ছেড়ে বাঁচেন। ফুটবল থেকে উড়ে গিয়ে ফের গোলপোস্টের উপর বসেছিল পাখিটি। এই ঘটনার ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ব্রুনো নিজেই। আমাজন জঙ্গলে দাবানলের জেরে বাসস্থান হারানো পাখিদের প্রতি সমবেদনা জানিয়ে, সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। পর্তুগিজ ভাষায় তার লেখা পোস্টের অনুবাদ করলে দাঁড়ায়, ‘আগুনের জেরে হাজার প্রাণী তাদের জীবন হারিয়েছে। তা এখনও ঘটছে। যে দৃশ্য দেখার সৌভাগ্য আপনার হচ্ছে, তা একদিন অসম্ভব হয়ে যাবে। সচেতন হন। প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদগুলির প্রতি যত্ন নিন।’ সূত্র: দ্য সান। Share this:FacebookX Related posts: আগামী বছর বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ মাঠের ক্রিকেটটা ভালোভাবেই শুরু করতে চান সাদমান ওপেনিংয়ে না খেলালে সে পাকিস্তান দল থেকে বাদ পড়বে ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী আইপিএলে খেলা হলো না পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান পেসারের বার্সেলোনার বিপক্ষে উদযাপন করবেন না সুয়ারেজ এখন আর গোল নিয়ে ভাবি না : মেসি জিম্বাবুয়েকে টাকা দিচ্ছে না পাকিস্তান ১৬ ওভারে ১৮০ করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়িয়েও হার বাঁচাতে পারল না পাকিস্তান মেসিকে ভোট দিলেন রোনালদো, কিন্তু মেসি দিলেন না শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না দুই প্রোটিয়া ক্রিকেটার SHARES Matched Content খেলাধুলা বিষয়: করতেটিয়ারনাপ্র্যাকটিসফুটবলারেরবন্ধ!বিরক্তবিশ্রামমহিলামাথায়