বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলা নিশ্চিত করল নিউজিল্যান্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারায় সামনের ক্রিকেটীয় কার্যক্রমগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসছে গ্রীষ্মে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে হোম সিরিজ খেলবে দেশটি। শুধু বাংলাদেশ নয়, এই সময়ে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে তারা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনএফসিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট- “আমরা পরিস্থিতির অসাধারণ উন্নতি করছি। মাত্রই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলাপ হলো, তারা নিশ্চিত করেছে, পাকিস্তান নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশও…৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেটের একটি সূচি দেখতে পাচ্ছি।” সিরিজগুলোতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মতোই জীবাণু সুরক্ষিত মডেল অনুসরণ করা হবে বলে জানিয়েছেন ওয়েলস। ‘বায়ো সিকিউর’ মডেল অনুসরণ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে ইংল্যান্ড। হোয়াইট আরও জানান, আসছে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান নারী দলকে আমন্ত্রণ জানাবেন তারা। ফেব্রুয়ারিতে স্থগিত হয়ে যাওয়া সিরিজটির বদল হিসেবে এই সময়ে প্রতিবেশী দেশটির সঙ্গে মুখোমুখি হবে কিউই নারীরা। এই হোম সিরিজে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট। করোনার সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ডে বর্তমানে বাইরের দেশ থেকে যেকেউ আসলেই তাকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত করোনা সংক্রমণ রোধে খুবই কার্যকরী বলে জানালেন হোয়াইট। বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এর মধ্যে টেস্ট সিরিজগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা নিউজিল্যান্ডের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কথা শুধু টি-টোয়েন্টি সিরিজ। Share this:FacebookX Related posts: ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ মহিলা ফুটবলারের মাথায় টিয়ার বিশ্রাম, বিরক্ত না করতে বন্ধ প্র্যাকটিস আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ বার্সেলোনার বিপক্ষে উদযাপন করবেন না সুয়ারেজ ইউক্রেনের কাছে অপ্রত্যাশিত হার স্পেনের এবার টস জিতলেন মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে পাঠালেন শান্তদের ফাইনালেও ভালো কিছুর আশা শান্তর সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত SHARES Matched Content খেলাধুলা বিষয়: নিউজিল্যান্ডনিশ্চিত করলবাংলাদেশের বিপক্ষেহোম সিরিজ খেলা