নেত্রকোণার জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার জেলা প্রশাসক মইনুল ইসলামকে ষঢ়যন্ত্রমূলক ভাবে হঠাৎ বদলি করার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।

বৃহস্পতিবার বেলা ১২টায় পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জেলা প্রেস ক্লাবের সস্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, নারী নেত্রী কহিনূর বেগম, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিশু সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, নেত্রকোণার উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হঠাৎ বদলি করার তীব্র নিন্দা জানাই। এই জেলা প্রশাসক অন্য যেকোন সময়ের প্রশাসকের চেয়ে মানবিক ও উন্নয়নমূখী তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই।