গৌরীপুরে নদ ভাঙ্গন ও বন্যার্তদের পাশে ইউএনও

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
গৌরীপুরে নদ ভাঙ্গন ও বন্যার্তদের পাশে ইউএনও

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নদ গর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবার ও পানিবন্দী মানুষের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা’র সভাপতিত্বে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর । তিনি নদ ভাঙ্গন ও পানিবন্দী ২৫টি পরিবারের মাঝে ২হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, উপসহকারী প্রাণী কর্মকর্তা নজরুল ইসলাম মিয়া, মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বার নূরে আলম সিদ্দিক রিপন, আশরাফুল আলম লিটন, সাইদুল ইসলাম, এমদাদুল হক, গিয়াসউদ্দিন, মাজেদা বেগম প্রমূখ।