গৌরীপুরে জাতীয় শোক দিবসে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে (১৫ আগস্ট ) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রয়েছে চিত্রাংকন, রচনা, হামদ-নাত প্রতিযোগিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকার পারভীনের উদ্যোগে প্রত্যেকটি স্কুলে গাছের চারা রোপন, হামদ-নাত, রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে রয়েছে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধু’র ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু’কে জানো শ্লোগানে উপজেলা যুবলীগের কর্মসূচী, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দরিদ্র ভোজ।

এছাড়াও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে দিনভর নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, কবিতা আবৃত্তি (বঙ্গবন্ধু ও দেশাত্মবোধক) ও ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা।