বিএসএমএমইউ’তে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল প্রিমিয়ার সিমেন্ট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৮টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে সীকম গ্রপের অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার হাতে এসব ক্যানোলা তুলে দেন প্রিমিয়ার সিমেন্টের সিওও তারিক কামাল। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার সিমেন্ট। সংকটাপন্ন করোনা রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়ায় প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে প্রিমিয়ার সিমেন্ট যেভাবে এগিয়ে এসেছে, আশা করি অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোও এভাবে এগিয়ে আসবে। দেশকে করোনা মহামারী কাটিয়ে উঠতে সহায়তা করবে। সবাই মিলে কাজ করলে আমরা দ্রুত করোনা মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হবো।’ সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক অবজারভারকে বলেন, ‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট দেখা দেয়। আমি ব্যক্তিগত ভাবে করোনা রোগীদের জন্য অতি প্রয়োজনীয় এই যন্ত্রটি আমদানি করে হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘করোনা মোকাবিলা ও এ দেশের মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নিজেদের নিয়োজিত রেখেছি। আমাদের প্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরির জন্য দিয়েছি। ভেন্টিলেটর, সুরক্ষা সামগ্রী দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নানা উদ্যোগ নিয়ে আমরাও সরকারকে সহায়তা করছি। এটা জাতীয় দুর্যোগ। এখানে বসে থাকার সুযোগ নেই। সবাইকে সবার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এগিয়ে আসতে হবে।’ গত ০৪ জুন চট্টগ্রামে করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে সীকম গ্রুপ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রামের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার হিসেবে করোনা রোগী এবং করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। গত ২৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলমের হাতে সীকম গ্রুপের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ২৪ জুন চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জন্য সাতটি ভেন্টিলেটর দেন সীকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: প্রিমিয়ার সিমেন্টবিএসএমএমইউতেহাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল