হঠাৎ কাঁচা মরিচের দাম ৩০ থেকে বেড়ে ১৪০ টাকা কেজি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : হঠাৎ করেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিনের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকার মরিচ বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, আক্কেলপুর কলেজ বাজারে পাইকারিতে আজ কেনা ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি। তা হাত বদল হয়ে খুচরায় কেজিতে ব্যবধান হয়েছে ২০ থেকে ৪০ টাকা। তবে শুধু কাঁচা মরিচই নয়। বৃষ্টি আর বন্যার কারণে সবধরনের সবজির দামই বেড়েছে।

সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, শুধু কাঁচামরিচই নয়। কয়েকদিনের মধ্যে বিভিন্ন সবজির দাম বেড়েছে। এগুলো আমাদের নাগালের বাইরে চলে যাওয়ার আগে প্রশাসনের উচিত বাজার মনিটরিং করা। যাতে আমাদের মত নিম্নআয়ের মানুষেরা বিপাকে না পড়েন।

আক্কেলপুর কলেজ বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আজ পাইকারিতে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়, ভালো মানের মরিচ ১২০ টাকাও বিক্রি হয়েছে। যা কিছুদিন আগে ছিল ২০ থেকে ৩০ টাকা। অর্থাৎ পাইকারিতে কাঁচা মরিচের দাম বেড়ে চারগুণ হয়েছে।