নকল পিপিই-মাস্ক জব্দ, বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান মামুন। অভিযানে র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।

যাদের জরিমানা করা হয়েছে, শহরের পোস্ট অফিস রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউজের সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০ হাজার টাকা ও হবিগঞ্জ রোডের জয়ন্তী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা। এ সময় বিক্রির জন্য রাখা নকল সরঞ্জাম জব্দ করে ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হয়।

এ সময় মোবাইল ফোনে অভিযানের দৃশ্য ভিডিও করায় ওই মার্কেটের এক বিক্রেতার মোবাইল ফোন পরে ফেরত দেওয়া হবে বলে নিয়ে যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান মামুন অবজারভারকে বলেন, ‘র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডারের তথ্য ও সহযোগিতায় আমরা জনস্বাস্থ্যর জন্য হুমকিস্বরূপ নকল স্বাস্থ্য সুরক্ষাপণ্য জব্দ করি। অসাধু, মুনাফালোভী ব্যবসায়ীদের জরিমানা করা হয়।’