পঞ্চগড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। ১৬ জুন (মঙ্গলবার) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।

এসময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আল টবি, শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার তৌকির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।