পটুয়াখালীতে তক্ষকসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : বিরল প্রজাতির তক্ষক পাচারের অভিযোগে মোঃ সম্রাজ হাওলাদার (৩৫) কে নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তিনি ওই এলাকার মোঃ আঃ মালেক হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর দুপুর ২ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন মধ্যধারান্দি এলাকায় থেকে তক্ষকসহ তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দীন জানান, তক্ষক পাচারকারী মোঃ সম্রাজ হাওলাদার সংঘবদ্ধ ‘‘তক্ষক’’ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন। আটককৃত আসামীকে উদ্ধারকৃত তক্ষকসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।