ভৈরবে দিন দিন বাড়ছে সরিষার চাষ

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন বাড়ছে সরিষার চাষাবাদ । বর্তমানে এখানকার ফসলি জমিসহ দিগন্তজোড়া মাঠ-প্রান্তর সরিষা ফুলের হলুদ বর্ণিলতায় যেনো ঢাকা পড়েছে।

প্রস্ফুটিত সরিষার ফুলে মৌমাছির রেণু আহরণ আর চারপাশের বাতাসে মধুচাষিদের মধুরবক্স থেকে আসা মধুর মিষ্টি মৌতাতে যেনো মাতোয়ারা চারপাশের বাতাস।

চারদিক বিমোহিত আবেশ আর মৃদু-মন্দ বাতাসের দোলায় ফুটন্ত সরিষার ফুলে ফুলে ঘুরে মৌমাছির মধু আহরণ কৃষকের দুই চোখে জমিয়েছে ভালো ফলনের স্বপ্ন।