ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী পুলিশের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ অনলাইন ডেস্ক ; সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলে জানিয়েছেন শিপ্রা দেবনাথ। সোমবার যমুনা টেলিভিশনের কাছে নিজেই এ তথ্য জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদের সহযোগী ও রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। তিনি বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। আমি জানি না, এখন কীভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব।’ ‘আমাদের পার্সোনাল প্রোফাইল ও ডিভাইস থেকে বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি। আমার ব্যক্তিজীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম’, যোগ করেন তিনি। একইসঙ্গে মেজর সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শিপ্রা দেবনাথ। উল্লেখ্য, দ্য ডেইলি স্টারে ‘Cyberbullying now adds to her trauma’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৪ আগস্ট শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি পোস্ট করে তার নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়। এরকম আরও ছবি আসার ব্যাপারেও পোস্টে ইঙ্গিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি। তার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও অনুরূপ পোস্ট দিতে দেখা গেছে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, ‘স্যালুট টু বিডি পুলিশ’ এরকম কিছু ফেসবুক গ্রুপেও ছবিগুলো পোস্ট করা হয়েছে। Share this:FacebookX Related posts: আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করোনা গুজব রোধে বিশেষ অনুষ্ঠান প্রচারে নোটিশ খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ টিএসসির জিনিয়াকে অপহরণ : কারাগারে লোপা আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, এজলাসে তালা চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি মানবতাবিরোধী অপরাধের মামলা ৩ জনের যাবজ্জীবন, ৫ জনের ২০ বছরের দণ্ড, একজন খালাস SHARES Matched Content আইন আদালত বিষয়: পুলিশের বিরুদ্ধেফেসবুকেব্যক্তিগত ছবি পোস্টকারীমামলা করবেন শিপ্রা