মৃত্যুতে চীনকে ছাড়াল ফ্রান্স

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

অনলাইন ডেস্ক : প্রাণঘামী করোনাভাইরাসের থাবায় মৃত্যুর সংখ্যায় এক দেশকে ছাড়িয়ে যাচ্ছে বিশ্বের অন্য দেশগুলো। ফ্রান্সে এক দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দায়িছে ৪৯৯। এ সংখ্যার রেকর্ডে দেশটি চীনকেও ছাড়িয়ে গেছে। এ নিয়ে টানা তুতীয় দিন ক্রমবর্ধমান মৃত্যুর রেকর্ড গড়লো ফ্রান্স। খবর ফ্রান্স২৪

করোনার প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। ফলে মৃতের সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে করোনাভাইরাসের উৎসস্থল চীনকেও। চীনে এপর্যন্ত ৩ হাজার ৩০৫ জন করোনায় মারা গেছেন।

তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২ হাজার ১২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।