নাগরপুরে ইউএনও’র তহবিলে ৫০ হাজার টাকা অনুদান

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দিয়েছেন মো. আজিজুর রহমান। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের মাধ্যমে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের হাতে টাকা তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খাদ্যগুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ, নাগরপুর প্রেস ক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মন্টু মিয়া।

এর আগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর আহ্বানে কর্মহীনদের সাহায্যার্থে উপজেলা নির্বাহী কার্যালয়ে কার্যালয়ে ত্রাণ তহবিল গঠন করা হয়।

শনিবার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে করোনা ভাইরাসের প্রার্দুভাবে সৃষ্ট আপদকালীন দূর্যোগ মোকাবেলায় উপজেলার বিত্তবান ও মানব হিতৈষীদের নগদ অর্থ বা খাদ্য সহায়তার আহ্বান জানান।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যদি কেউ তার পরিচয় গোপন করে আর্থিক অনুদান দিতে চান তাহলে সরাসরি ইউএনও’র (০১৭৬২৬৯১৬২৯) মুঠোফোনে যোগাযোগ করুন।