নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়েরও মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ অনলাইন ডেস্ক ; টাঙ্গাইলের নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামছুল মিয়া (৫৫) উপজেলার মুশুরিয়া গ্রামের মৃত তালেবর মিয়া ও ফাতেমা বেগমের (৭৫) ছেলে। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল। আর শামসুলের মা চোখের সামনে ছেলের মৃত্যু দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, শামছুল মিয়া (৫৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় কয়েক দিন আগে বাড়িতে চলে আসেন। সোমবার বেলা ১২টার দিকে আরও অসুস্থ হয়ে তিনি মারা যান। চোখের সামনে ছেলের এ মৃত্যু সহ্য করতে না পেরে মা ফাতেমা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (৭৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Share this:FacebookX Related posts: নাগরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত নাগরপুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান নাগরপুরে ইউএনও’র তহবিলে ৫০ হাজার টাকা অনুদান নাগরপুরে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষকরা নাগরপুরে শিশুখাদ্য বিতরণ নাগরপুরে কর্মহীন অটোরিকশা শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ নাগরপুরে নতুন করে ডাক্তার সহ ৫ জন করোনায় আক্রান্ত যমুনার ভাঙনে নাগরপুরে ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান বিলীন নাগরপুরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান নাগরপুরে বন্যা পরিস্থিতির অবনতি নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় নাগরপুরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ছেলের মৃত্যু দেখেনাগরপুরেমায়েরও মৃত্যু