করোনাভাইরাস নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার : চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এতে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে। সম্প্রতি ডিপিই’র পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের জানুয়ারির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ের সব সমাবেশ ও সভায় এবং সারাদেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশ, শ্রেণিকক্ষ, উঠান বৈঠক, মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে করোনাভাইরাসের লক্ষণ সম্পর্কে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেউ যেন অহেতুক গুজবে আতঙ্কিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া কোনো ছাত্র-ছাত্রী বা শিক্ষক করোনাভাইরাসের রোগী হিসেবে চিহ্নিত হলে তার চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে আমরা করোনাভাইরাস বিষয়ে নির্দেশনা জারি করেছি। এতে সবার মধ্যে সচেতনতা তৈরি হবে। তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন করার সিদ্ধান্ত হয়। তার ভিত্তিতে এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরমর্শ দিয়েছেন ডিপিই’র মহাপরিচালক। এদিকে গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৭০১ মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ১৫০ জন। এখন পর্যন্ত ৩৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর ঘটনার অধিকাংশই চীনের মূল ভূখণ্ডে। Share this:FacebookX Related posts: প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি মনসুরুল আলম শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর ‘করোনা পরিস্থিতি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’ ‘করোনা পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়’ ‘প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেয়া হবে’ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে অনুমোদন নিতে হবে ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: করোনাভাইরাস নিয়েজরুরি নির্দেশনাপ্রাথমিক শিক্ষা অধিদফতরের