‘প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেয়া হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহবুব হোসেন বলেন, ‘পরীক্ষার (এইচএসসি) তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাবো। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত, আগেও প্রস্তুতি ছিল। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করবো, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথ অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করবো।’ তিনি বলেন, ‘উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে।’ শিক্ষা সচিব বলেন, ‘এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, আমি বলবো যে সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোন সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোন গুজব বা কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে।’ সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পূষ্ট ভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।’ তিনি বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি। গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা রয়েছে। Share this:FacebookX Related posts: শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান ওবায়দুল কাদেরের ‘করোনা পরিস্থিতি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে অনুমোদন নিতে হবে ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফল SHARES Matched Content জাতীয় বিষয়: 'প্রয়োজনেপাবলিক পরীক্ষা নেয়া হবে'স্বাস্থ্যবিধি মেনে