করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬,আক্রান্ত প্রায় ২ হাজার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে এবং এ ভাইরাসে অন্তত এক হাজার ৯৭৫ জন আক্রান্ত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত নতুন করে ১৫ জনের মৃত্যু এবং ৬৮৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যা গত ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ। এছাড়া হংকংয়ে ৫ জন, ম্যাকাওতে ২ জন এবং তাইওয়ানে ৩ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সরকার। এছাড়া থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। কানাডায় প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি চীনের উহান থেকে জিয়াংজু এবং সেখান থেকে টরেন্টো গিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় চলমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চীনা নববর্ষ উপলক্ষে কমিউনিস্ট পার্টির নেতাদের এক সভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস: চীন থেকে নাগরিকদের ফেরত নিচ্ছে বিভিন্ন দেশ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫, আক্রান্ত ২০,৪৩৮ করোনাভাইরাস : মৃত্যুর মিছিলে আরও ৬৯ জন, মৃত ৬৩০ ছাড়িয়েছে করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ করোনাভাইরাস : মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়ালো করোনাভাইরাস : ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ জাপানের তৈরি একটি ওষুধ করোনাভাইরাস নিরাময়ে পুরোপুরি কার্যকর করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে – যতসব ষড়যন্ত্র তত্ত্ব করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ভ্যাকসিন পেল বিপর্যস্ত মেক্সিকো জনসম্মুখে অবশ্যই মাস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আক্রান্ত প্রায় ২ হাজারকরোনাভাইরাসচীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬