করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫, আক্রান্ত ২০,৪৩৮ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া চীনের করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ৪২৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন। এদিকে, চীনে মাত্র ১০ দিনে তৈরি হওয়া হাসপাতালে গতকাল (সোমবার) থেকে নতুন এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে। করোনাভাইরাস আক্রান্তের প্রভাব এবার চীনের অর্থনীতিতেও পড়া শুরু করেছে। ভাইরাসটির আক্রমণ রোধে মানুষের চলাচলের ওপরও নতুন করে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি যাত্রীবাহী জাহাজের এক ব্যক্তিকে পরীক্ষা করে ভাইরাসটির লক্ষণ পাওয়ায় সে জাহাজের থাকা তিন হাজারেরও বেশি যাত্রীকে কোরেন্টাইনে রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে আরও বলা হয়, গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থাকা বিভিন্ন দেশের লোকজনকে তারা সরিয়ে নিচ্ছে। ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথম শনাক্ত করা হুবেই প্রদেশে এরই মধ্যে এক হাজার সজ্জার একটি নতুন হাসপাতাল নির্মাণ করে সেখানে রোগীদের ভর্তি শুরু করেছে এবং প্রদেশটিতে দেড় হাজার সজ্জার দ্বিতীয় হাপপাতালটিও কয়েকদিনের মধ্যে খুলে দেয়া হবে। নতুন এ করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬,আক্রান্ত প্রায় ২ হাজার করোনাভাইরাস: চীন থেকে নাগরিকদের ফেরত নিচ্ছে বিভিন্ন দেশ করোনাভাইরাস : মৃত্যুর মিছিলে আরও ৬৯ জন, মৃত ৬৩০ ছাড়িয়েছে করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ করোনাভাইরাস : মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়ালো করোনাভাইরাস : ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ জাপানের তৈরি একটি ওষুধ করোনাভাইরাস নিরাময়ে পুরোপুরি কার্যকর করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে – যতসব ষড়যন্ত্র তত্ত্ব করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ভ্যাকসিন পেল বিপর্যস্ত মেক্সিকো অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার ২৪৪ ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আক্রান্ত ২০৪৩৮করোনাভাইরাসমৃতের সংখ্যা বেড়ে ৪২৫