গণহত্যার দায় এড়াতে পারে না মিয়ানমার- আইসিজে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতকে অসহযোগিতা করেছে। ২০১৭ সালে রাখাইনে বেসমারিক নিরাপত্তায় ব্যর্থ হয়েছে মিয়ানমার। জেনোসাইড কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্র বিচারের ঊর্ধ্বে নয়। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। মিয়ানমারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে রায় ঘোষণার সময় নেদারল্যান্ডস এর হেগে আন্তর্জাতিক আদালত এ সব পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, ‘গাম্বিয়ার দাবি যথাযথ। রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না।’ আন্তর্জাতিক আদালত আরও বলেন, ‘রাখাইনের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক বহুবছরের। কিন্তু সেখানে সেনাবাহিনী দ্বারা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের রয়েছে।’ Share this:FacebookX Related posts: মিয়ানমার নিয়ে ভারতের উদ্বেগ ভোটে ‘জালিয়াতির’ ঘটনায় এই পদক্ষেপ: মিয়ানমার সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধর্মঘটে অচল মিয়ানমার ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ সেই নারীর মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আইসিজেগণহত্যাদায় এড়াতে পারে নামিয়ানমার