ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; চীনে সম্প্রতি নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এ তথ্য নিশ্চিত করে এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম লেখেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।’ নির্দেশনা অনুসারে বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি।’ তবে কি প্রক্রিয়ায় এটি (চীন থেকে ফিরিয়ে আনা) করা হবে তা বাস্তবতার নিরিখে চীনের স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’ প্রসঙ্গত, চীনে গত ডিসেম্বরে শনাক্ত হওয়ার পর থেকে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন মারা গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, রবিবার মধ্যরাত পর্যন্ত ২ হাজার ৭৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে চীন চাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, শিকাগো, সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। কানাডায়ও প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি চীনের উহান থেকে জিয়াংজু এবং সেখান থেকে টরেন্টো গিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৮৬-১৭৮০১১১৬০০৫) চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রায় ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি চীনের উহান প্রদেশে থাকে। যেখানে প্রথমবারের মতো নতুন এই করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। তার আগে, বেশ কিছু শিক্ষার্থীর পক্ষে ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লেখা এক চিঠিতে বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা চান উহান প্রদেশের ইয়াংজি বিশ্ববিদ্যালয়ের সহাকারী শিক্ষক সজিব হোসেন। ওই শিক্ষক জানান, প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী সেখানে রয়েছেন। Share this:FacebookX Related posts: মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো উহানে শূন্যে নেমে এলো করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫ বছর বয়সীর কাছে হারল করোনা আইসিইউ থেকে ওয়ার্ডে ফিরলেন বরিস জনসন নিউইয়র্কে করোনায় মৃতদের গণকবর দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় শক্তিশালী সাইক্লোন ‘মাঙ্গা’র তাণ্ডব শুরু চিন্তায় বিজ্ঞানীরা, বন্ধ হয়ে যেতে পারে ভ্যাকসিনের পরীক্ষা কমেছে উত্তেজনা, সীমান্ত থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার শুরু বিশ্বে করোনায় সুস্থ ৪৬ লাখ, আক্রান্ত সাড়ে ৮৭ লাখ ভারতে একদিনে রেকর্ড ২৮ হাজার আক্রান্ত, মৃত ৫০০ মাস্ক না পরলে কংগ্রেস থেকে বের করে দেয়ার হুমকি স্পিকারের SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: