ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে এই প্রথম দেশটির আইসিইউতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবার হ্রাস পেয়েছে। দেশটিতে আগের দিনের তুলনায় আইসিইউতে নেয়া রোগীর সংখ্যা ৮২ জন কমেছে। খবর এএফপি’র। ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমোন সাংবাদিকদের জানান, বর্তমানে দেশটির আইসিইউতে ৭ হাজার ৬৬ জন করোনাভাইরাস রোগী ভর্তি রয়েছেন। তিনি আরো জানান, ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধনিবাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে বর্তমানে ১২ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী জনগনকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব নির্দেশনা মেনে চলার জন্য আপনাদের ধন্যবাদ। এসব পালনের মধ্য দিয়ে আমরা মহামারি করোনাভাইরাস রোধের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘ভাইরাসের বিরুদ্ধে আমাদের এ প্রতিরক্ষা কৌশল সুফল আনতে শুরু করেছে। এক্ষেত্রে আরো সফলতা পেতে লকডাউন, কমপক্ষে ১ মিটার (৩ ফুট) সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরাসরি যোগাযোগ কমানো অব্যাহত রাখা অপরিহার্য।’ তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এগিয়ে আসলে এই রোগ একেবারে নির্মূল করতে পারবো। আপনারা সবাই একযোগে কাজ করায় এই প্রথম আজ বিকেলে করোনাভাইরাসের সংক্রমন কমে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে।’ গত ২৪ ঘন্টায় ফ্রান্সের হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৪১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫৪১। তবে বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে বৃদ্ধনিবাসে মৃত্যুর সংখ্যা জানা যায়নি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৩৩৪ জনে দাঁড়ালেও কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানান, আরো অনেকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি। চিকিৎসকদের ইউনিয়ন জানায়, ফ্রান্সের এ পর্যন্ত মোট ১৬ লাখ লোক আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মোট জনসংখ্যা ৬ কোটি ৭০ লাখ। ফ্রান্স করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত ১৭ মার্চ লকডাউন ঘোষণা করে তা পালন করে আসছে। কেবলমাত্র জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার সুযোগ থাকলেও এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগামী সোমবার তৃতীয় বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি ভাষণে লকডাউনের মেয়াদ আবারো বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়েছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে সংখ্যা বেড়ে ২১২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬২ করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু ফ্রান্সে করোনাভাইরাসে ১৬-বছরের বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে মহানবীর (সা.) কার্টুন প্রদর্শনে ফ্রান্সের নিন্দা জানাল সৌদি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আইসিইউতেআক্রান্ত রোগীর সংখ্যা হ্রাসএই প্রথমকরোনাভাইরাসেফ্রান্সের