‘করোনা সংক্রমণ চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২১, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত করোনার আপৎকালীন ওষুধ ‘রেমডেসিভির’ গ্রহণকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনা সংক্রমণের ৭০ দিন পার করেছি। আমি মনে করি, আমরা পিক টাইমের দিকে যাচ্ছি। দৈনিক শনাক্তের হার কমতে শুরু করলে বলতে পারবো যে পিকে পৌঁছে গেছি। এখন সংক্রমণ বাড়ছে। তারপরও আমি মনে করি, তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না, ঠিকই আছে।’ তিনি বলেন, ‘আমরা কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। বাংলাদেশে প্রতিনিয়তই রোগী বাড়ছে। তুলনামূলক ভাবে আমরা অন্য দেশের তুলনায় এখনও ভালো আছি। প্রধানমন্ত্রী প্রতিনিয়তই এ বিষয়ে খোঁজ-খবর নেন, পরামর্শ দিয়ে থাকেন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি, যেখানেই দেরি হয়েছে সেখানেই রোগী বাঁচানো কষ্ট হয়েছে। দেরিতে হাসপাতালে নেওয়াটা খুবই ক্ষতিকর।’ তিনি বলেন, ‘সারাদেশে ডেডিকেটেড করোনা হাসপাতাল করেছি। আমাদের কমিটমেন্ট ছিল, মে মাসে প্রতিদিন ১০ হাজার টেস্ট করার, দু’দিন আগেই সেটা হয়ে গেছে।’ বেক্সিমকোর প্রস্তুতকৃত রেমডেসিভির প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ওষুধ ব্যবহারের বিষয়টি বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন। বেক্সিমকো প্রথম কোম্পানি যারা দেশে এই ওষুধটি তৈরি করেছে। খুবই মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হবে। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা। আশা করি এটি দিয়ে মানুষের উপকার হবে, জীবন রক্ষা হবে। কোভিড-১৯ রোগের ভ্যাকসিন বা ওষুধ এখনও তৈরি হয়নি। বেশ কিছু ওষুধ বাজারে এসেছে। এসব ওষুধ কিছু কিছু মাত্রায় কাজ করে, কিন্তু শতভাগ কাজ হচ্ছে না।’ Share this:FacebookX Related posts: কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী বাজারে আসছে কেরুর হ্যান্ড স্যানিটাইজার অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর মানবতার কল্যাণে স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত হওয়ার আহ্বান করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সোমবার আসছে আরও ৫০ লাখ ভ্যাকসিন SHARES Matched Content জাতীয় বিষয়: 'করোনা সংক্রমণচূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে'