ইলেক্টোরাল ভোট: কমলা ১৭৯, ট্রাম্প ২১৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাখো ভোটার রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসের মধ্যে একজনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২১৪ ও কমলা ১৭৯টি ইলেক্টোরাল ভোটিএখনো পর্ন্তন্ত পেয়েছেন। ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন। অন্যদিকে সিনেটে ট্রাম্প পেয়েছেন ৪৮ সিট ও কমলা ৩৯টি। হাউজে কমলা ১০৫ ও ট্রাম্প ১৫৭টি। অন্যদিকে ট্রাম্পের দল ২৬টি গভর্নরের সিট পেয়েছেন, আর কমলা পেয়েছেন ২২টি। কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিসৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। এডিসন রিসার্চের পূর্বাভাস মতে, ইন্ডিয়ানা, কেনটাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে, ভারমন্টে জয়ী হয়েছেন কমলা। দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট নয় অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ফল আসেনি। পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। জনমত জরিপে এখনো এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। Share this:FacebookX Related posts: ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ ইন্দোনেশিয়ায় বন্যায় ৪৩ জনের প্রাণহানি ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪১ জনের প্রাণহানি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ‘করোনা মোকাবিলায় শিগগিরই বড় ঘোষণা আসছে’ দক্ষিণ এশিয়ায় করোনায় মৃত্যুহার অনেক কম ভারতে ২১ দিনে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত রাশিয়ায় করোনা হাসপাতালে আগুন জার্মানিতে শুরু লকডাউন লাইট সুইং স্টেটের ৬টিতে বাইডেন, ২টিতে এগিয়ে ট্রাম্প জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল উ. কোরিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইলেক্টোরাল ভোটকমলা ১৭৯ট্রাম্প ২১৪