সোনার দামে ফের ইতিহাস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভালো মানের তথা ২২ ক্যারেটের সোনার নতুন মূল্য হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে।নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা। Share this:FacebookX Related posts: এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আমানতের টাকা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলার আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার বাড়তি দামে চিনি বিক্রি করলেই ব্যবস্থা পেঁয়াজ আমদানি হবে কি না সিদ্ধান্ত শ্রীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার খাসি ও বকরির চামড়ার দাম না বাড়লেও বাড়ল গরুর চামড়ার দাম ৪৮৯ কোটি টাকার তেল-ডাল-গম কিনবে সরকার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ফের ইতিহাসসোনার দামে