পঞ্চগড়ের চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় মো. শাহজালাল নামের এক চা চাষী তার সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করেছেন। গতকাল বুধবার দুপুর থেকে বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের তৈরি ১৩ বছরের বাগানের গাছগুলো উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করতে শুরু করেন। বছরের পর বছর চা বাগান থেকে লোকসানের শিকার হয়ে তিনি তাঁর সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলেন। চা বাগান করাকে পাপ অবহিত করে তিনি তা উপড়ে ফেলে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে পাপ মোচন করেছেন বলে দাবি করেন। এ সময় তার শ্রমিক ও স্থানীয়রাও বিস্ময়ের সাথে দেখেন এই দৃশ্য। চা চাষী শাহজালাল জানান, ২০১০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের কেনা ৭ বিঘা জমিতে চা বাগান করেন তিনি। শুরুতে লাভ হলেও এরপর চলে পালাক্রমে লোকসান। এ পর্যন্ত তার প্রায় ২০ লাখ টাকার লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা চাষিদের জিম্মি করে রেখেছে। দিন দিন তাদের ব্যবসায় ও পরিধি বাড়লেও চাষিরা গুণছেন লোকসান। প্রতি কেজি চা পাতা উৎপাদন করতে গিয়ে আমাদের খরচ হয় প্রায় ১৮ টাকা। কিন্তু সেই চা পাতা বিক্রি করে আমরা পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ টাকা। তার মধ্য থেকেও আবার ওজন থেকে ২০ থেকে কখনো ৫০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হয় দাম। এভাবে আমরা আর টিকতে পারছি না। প্রশাসন ও চা বোর্ড কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাই চা কারখানা মালিকদের দৌরাত্ম থেকে মুক্ত হতেই চা বাগান উপড়ে ফেলার সিদ্ধান্ত নেই। তার এই বাগান করার পাপ হিসেবে দুধ দিয়ে গোসল করলাম। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ের বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে পঞ্চগড়ের মাদক সম্রাট মনোয়ার আটক পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭০টি ভারতীয় গরু আটক মেডিকেল ভর্তি অনিশ্চিত মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার পঞ্চগড়ের বোদায় মা দিবসে রত্নগর্ভা মা’কে সংবর্ধনা প্রদান পঞ্চগড়ের বোদায় ৩টি বেসরকারী ক্লিনিক বন্ধ ঘোষণা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ সদস্য আটক পঞ্চগড়ের বোদায় ধানক্ষেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় শিক্ষাভাবনা ও ‘প্রত্যন্তে’র উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ঈদ-উল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন পঞ্চগড়ের বজ্রপাতে এক জনের মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: উপড়ে ফেলেচা বাগানদুধ দিয়ে গোসলপঞ্চগড়ের