মেডিকেল ভর্তি অনিশ্চিত মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত অতুল চন্দ্র বর্মন নামের একজন মেধাবী ছাত্রের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী।

অতুল চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের মেধাবী ছাত্র শিকারপুর গ্রামের নব কুমার ও বাতাসি রানীর দ্বিতীয় সন্তান। সে এবছর বগুড়া শাজিমেক এ ভর্তির সুযোগ পাওয়ায় তাদের ঘরে উঁকি দেয় চাঁদের আলো। কিন্তু ভর্তির টাকা যোগান দিতে না পারায় পরিবারটি হতাশ হয়ে পড়ে।

উক্ত সংবাদটি পুলিশ সুপারের চোঁখে পরলে তিনি মেধাবী শিক্ষার্থী অতুল চন্দ্র বর্মন এর ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করার মনস্থির করেন। ২৭ এপ্রিল (সোমবার) সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের পক্ষে অতুল চন্দ্র বর্মনকে মেডিকেল কলেজে ভর্তির অর্থ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম।