নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো.মিলন (৩৫)। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো.বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয় গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে। এ জন্য অনেক সময় আমাদের জানানো হয়না। বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। Share this:FacebookX Related posts: ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর নোয়াখালীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত নোয়াখালীতে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা তারুণ্য সমাবেশ সফল করতে নোয়াখালীতে বিএনপির প্রস্তুতি সভা নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ফাঁসির দাবিতে মানববন্ধন নোয়াখালীতে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার নোয়াখালীতে বাস চাপায় পথচারী নিহত নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ২ যুবকের মৃত্যুনোয়াখালীতেসড়ক দুর্ঘটনায়