তারুণ্য সমাবেশ সফল করতে নোয়াখালীতে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি : আগামী ১১ জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । নোয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রস্তুতি সভার আয়োজন করে ।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু।

সভায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার, পৌরসভা বিএনপি এবং জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।