‘যুক্তরাজ্য অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। রোববার (২৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এ কথা বলেন।সিইসি বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। নির্বাচন সম্পর্কে তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। তিনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের পক্ষ থেকে তা জানাতে পেরেছি। গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ট্রান্সপারেসিতে খুব জোর দিয়ে থাকবো। গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকবো। তিনি বলেন, গণমাধ্যম দাবি তুলেছে মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে। আমরা বলেছি একটা কারণে এটা বাদ দিয়েছিলাম, এটার অপব্যবহার হবে কি না। যারা মাসলম্যান তারা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে কোন ধরনের সংকট সৃষ্টি করবে কি না? সেটা মাথায় রেখে একটা বিধান আমরা করেছিলাম। একই সঙ্গে বলছি গণমাধ্যমের যে দাবি সেখানে যৌক্তিকতা আছে। মোটরসাইকেল তাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম কাভার করা কষ্টসাধ্য হতে পারো। এটা আন্ডাররিভিও করছি, এটা পরিবর্তন করবো। তিনি আশা করেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলছি নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সারাহ কুক বলেন, ইউকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। Share this:FacebookX Related posts: নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী ৩২৩ ইউপি’র নির্বাচন ১১ এপ্রিল প্রথম ধাপে ২০৪ ইউপিতে নির্বাচন সোমবার ‘কুমিল্লার নির্বাচন বলে দেবে জাতীয় নির্বাচনে কী হবে’ নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে যে তথ্য দিলেন সিইসি ‘সমঝোতার বিষয় নেই, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে’ ৬২ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা ৪টি আসনে উপনির্বাচন জুলাইয়ে, তফসিল ২৪ মে ইউপি ও পৌরসভার ভোট স্থগিত, পেছাল তিন উপ-নির্বাচন কুমিল্লার নতুন মেয়র নৌকার রিফাত ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ ঢাকা-১৭ আসনে নির্বাচন সুষ্ঠু না হলে পদত্যাগের ঘোষণা ডিএমপি কমিশনারের SHARES Matched Content জাতীয় বিষয়: অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলকদেখতে চায়নির্বাচনযুক্তরাজ্য