৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার চূড়ান্ত এ তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, আমরা অল্প কয়েকটা আসনের সীমানা পরিবর্তন করেছি। সীমানা পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ইউনিয়ন ভাগ হয়নি, তবে উপজেলা ভাগ হয়েছে।তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য যে আবেদনগুলো এসেছিল, সেগুলো শুনানি করে যাদের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হয়েছে, তাদেরটাই আমলে নেওয়া হয়েছে। এতে কয়েকটা আবেদন গ্রহণযোগ্য হয়েছে, ‘অল্প’ কয়েকটা আসনে সীমানায় পরিবর্তন আনা হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত ২৬ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— ১৯ মার্চের মধ্যে আপত্তি থাকলে উত্থাপন করতে হবে। এতে ৩৮টি আসনে মোট ১৮৬টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। পরে ৩ মে থেকে ১৪ মে পর্যন্ত চারটি পৃথক দিনে আবেদনগুলোর শুনানি করে নির্বাচন কমিশন। এতে ‘অল্প’ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। Share this:FacebookX Related posts: বছরে ১০ কোটি টাকা আয় তাপসের, মামলার আসামি ইশরাক হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে ২০ জানুয়ারি ঢাকা সিটিতে আ’লীগ মেয়রপ্রার্থী আতিক ও তাপসের জয় ডিএনসিসি মেয়র আতিকের দায়িত্বগ্রহণ ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ ৬৩ পৌরসভায় ভোট শনিবার ৬২ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ৪টি আসনে উপনির্বাচন জুলাইয়ে, তফসিল ২৪ মে ইউপি ও পৌরসভার ভোট স্থগিত, পেছাল তিন উপ-নির্বাচন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আগা খান ‘সব আসনে ইভিএমে ভোট করার সামর্থ আমাদের নেই’ SHARES Matched Content জাতীয় বিষয়: ৩০০ আসনেরগেজেট প্রকাশচূড়ান্ত করেসীমানা