প্রথম ধাপে ২০৪ ইউপিতে নির্বাচন সোমবার

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের মধ্যে ১৮৪টি ইউপিতে ব্যালটের মাধ্যমে এবং ২০টি ইউপিতে ইভিএমে‘র মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সারাদেশের ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ হলেও প্রথম ধাপের ১৭৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট নেওয়া হচ্ছে। কারণ ২৮টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ জুন) নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ২০৪টি ইউপি নির্বাচনে ৮৫৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ২০৪টি ইউপির মধ্যে ২৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ছয় হাজার ৯৬০ জন প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১ হাজার ৮৩৬টি ভোটকেন্দ্রের ১০ হাজার ২৬০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ইউপিতে একটি মোবাইল পুলিশ টিম, ৭৪টি স্ট্রাইকিং পুলিশ টিম, র‌্যাবের ১২৪টি টিম, ১২৩ প্লাটুন বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে ১২ হাজার ২০৭ জন এবং পোলিং অফিসার পদে ২০ হাজার ৫২০ দায়িত্ব পালন করবেন।

যে ১৩ জেলার ৪১ উপজেলার ইউপি নির্বাচন:
পটুয়াখালি জেলার, দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মোট ১৯টি ইউনিয়ন। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণি ইউনিয়ন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন, বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী, মেহেদীগঞ্জ, বাবুগঞ্জ, গৌনদী, হিজলা, বানারীপাড়া এই ৯টি উপজেলার ৫০টি ইউপি, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এই ৫ উপজেলার ২৯টি ইউপি, পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, ভান্ডারিয়া, নেছারাবাদ, কাউখালি, নাজিরপুর এই ৬টি উপজেলান ৩২টি ইউপি, ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া এই চার উপজেলার ৩১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভোলা জেলার বোরহানউদ্দিন, তজমুদ্দিন, মনপুড়া, চরফ্যাশ ন এই চার উপজেলার ১৩টি ইউপি, নরসিংদী জেলার পলাশপুর উপজেলার ২টি, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন, মাদারিপুর জেলার শিবচর উপজেলার ১৩টি, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুইটি এবং লক্ষ্ণীপুর জেলা রামগতি উপজেলার ৩টি ও কমলনগর উপজেলার ৩টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।