কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। সোমবার (১০ জুলাই) সোমবার রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিএনপি নেতা সবুজ রোববার ৯ জুলাই রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরে সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি আাঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, কেউ যদি বলেও ভাইয়া বিষপান করেছে আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, সবুজকে গুরুত্বর অসুস্থ অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে । সে তখন অনেক শর্কে ছিল। সে নিজেই আমাকে জানিয়েছে রোববার রাতে সে ইঁদুর মারার বিষ সেবন করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: কোম্পানীগঞ্জে ইউএনও’র প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম কোম্পানীগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ ৮ কোম্পানীগঞ্জে বিএনপির ৩৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ বান্দরবানে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুসহ নিহত দুই বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১০ চট্টগ্রামে ৭ লাখ ৯১ হাজার গবাদি পশু কোরবানিযোগ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে গম আমদানি SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ইঁদুর মারারকোম্পানীগঞ্জেবিএনপি নেতার মৃত্যুবিষ খেয়ে