পেঁয়াজ আমদানি হবে কি না সিদ্ধান্ত শ্রীঘ্রই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি হবে কি না, সে বিষয়ে আগামী দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, স্থানীয়ভাবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে। ৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। আমদানি করা হলে দাম ৪৫ টাকার নিচে চলে আসবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, সবকিছুর একটি ধারাবাহিকতা থাকে। কিন্তু গত এক সপ্তাহে পেঁয়াজের দামে সে ধারাবাহিকতা রাখা যায়নি। সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর দাম নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে গুদামে অনেক পেঁয়াজ পঁচে গেছে। বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের মোট ভূখণ্ডের ৬০ ভাগ জমি আবাদ করা হয়। আবার একই জমিতে একাধিক ফসল হচ্ছে। দেশে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৪ লাখ জনসংখ্যা যোগ হচ্ছে। আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকলেও ক্রমবর্ধমান এই জনসংখ্যার কারণেই বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি। Share this:FacebookX Related posts: দু-এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় একদিনে ২১৭৬ টন পেঁয়াজ আমদানি রিজার্ভ চুরির মামলায় হেরে গেল বাংলাদেশ এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আমানতের টাকা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলার আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার বাড়তি দামে চিনি বিক্রি করলেই ব্যবস্থা SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানিপেঁয়াজসিদ্ধান্ত শ্রীঘ্রইহবে কি না