গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানের একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। নিহতের মো. মাসরুর আহমেদ (২৩) বগুড়ায় জেলার আব্দুল্লাহ আল নাকির ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গুলশান-১ এর নিকেতনের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাসায় এসি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত মাসরুরের খালু আতিকুর রহমান বলেন, মাসরুর গুলশান নিকেতনের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাসায় বোনের সঙ্গে থাকতো। এখানে থেকেই সে পড়াশোনা করতো। শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, গুলশান থেকে আহত অবস্থায় এক যুবককে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আগেই মারা গেছেন তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে। জানতে পেরেছি, সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গুলশান থানার ওসি (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, ওই ফ্ল্যাটটির ভাড়াটিয়া মাশরুরের বড় বোন। বাসার সবাই গ্রামের বাড়িতে যাওয়ায় মাসরুর একাই ছিল। ছয়তলা ওই বাড়ির ষষ্ঠতলা থেকে আজ সকালে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পেয়ে বাড়িওয়ালা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে মাসরুর আহমেদকে দগ্ধ অবস্হায় উদ্বার কর হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। Share this:FacebookX Related posts: গুলশানে তরুণীর লাশ উদ্ধার, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের ১০০ কোটি টাকার মামলা সেদিন বেশি দূরে নয় যেদিন উন্নত দেশ হবে বাংলাদেশ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত দেশে নতুন করে করোনা আক্রান্ত ৫৫২, পাঁচজনের মৃত্যু ‘ভাগ্যরাজ’ই দেশের বৃহৎ গরু দাবি মালিকের সিএমএইচে ভর্তি শিক্ষা সচিব একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোনার বাংলা গড়ার প্রত্যয় চাকরির দাবিতে রাবি ভিসির বাসভবনের গেটে তালা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ SHARES Matched Content জাতীয় বিষয়: এসি বিস্ফোরণেগুলশানেদগ্ধ শিক্ষার্থীর মৃত্যু