২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে আগামী আগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে পোশাক শ্রমিকসহ সব শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, সেটাও এসময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, ১০ মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।