ঢাকা সিটিতে আ’লীগ মেয়রপ্রার্থী আতিক ও তাপসের জয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শনিবারের নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস জয় পেয়েছেন। দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেছেন। ইশরাক পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ডিএসসিসি’র রিটার্নিং অফিসার আব্দুল বাতেল শনিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে এ ফলাফল ঘোষণা করে জানান, দক্ষিণে ২৯.০০২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, উত্তরে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএনসিসি’র রিটার্নিং অফিসার আবুল কাশেম শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এ ফল ঘোষণা করে জানান, তার অংশে অর্থাৎ উত্তরে ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে। Share this:FacebookX Related posts: ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু হচ্ছে গণনা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : তাপস ভোট দিলেন প্রধানমন্ত্রী পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি পঞ্চম ধাপে নৌকার প্রার্থী হলেন যারা SHARES Matched Content জাতীয় বিষয়: আ’লীগ মেয়রপ্রার্থীআতিক ও তাপসের জয়ঢাকা সিটিতে