ঢাকা সিটিতে আ’লীগ মেয়রপ্রার্থী আতিক ও তাপসের জয়

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শনিবারের নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস জয় পেয়েছেন।

দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেছেন। ইশরাক পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ডিএসসিসি’র রিটার্নিং অফিসার আব্দুল বাতেল শনিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে এ ফলাফল ঘোষণা করে জানান, দক্ষিণে ২৯.০০২ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে, উত্তরে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

ডিএনসিসি’র রিটার্নিং অফিসার আবুল কাশেম শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এ ফল ঘোষণা করে জানান, তার অংশে অর্থাৎ উত্তরে ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে।