৬৩ পৌরসভায় ভোট শনিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার। সকাল ৮টা থেকে বিরতিহীন ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। শুক্রবার সকালে ফেনী জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয় বিভিন্ন কেন্দ্রে। সদর পৌরসভার ভোটগ্রহণ হবে ২৪১টি কক্ষে। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য প্রত্যেক ওয়ার্ডে একজন করে ১৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সার্বিক ভাবে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন। নোয়াখালীতেও চৌমুহনী ও দ্বীপ পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে ৩ শতাধিক পুলিশ, র্যাবের ৬টি টিম ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। এ ধাপে মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৩ জন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইসি জানিয়েছে, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে এ নির্বাচন স্থগিত করে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়েছে। ২৫টি কেন্দ্রে হবে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে ব্যালেট পেপার, অমোছনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে কেন্দ্রগুলোতে। তৃতীয় ধাপে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ পাঠানো হয় ১৮টি কেন্দ্রে। কিন্তু ব্যালেট পেপারই পাঠানো হয়নি। ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছে দেয়ার কথা জানান রির্টানিং কর্মকর্তা। এছাড়া, তৃতীয় ধাপে হিলি, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, যশোরসহ ৬৩টি জেলার পৌরসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তায় এবং নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ৫ ধাপে পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয়। আর তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হচ্ছে। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। Share this:FacebookX Related posts: জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু হচ্ছে গণনা থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন SHARES Matched Content জাতীয় বিষয়: ৬৩ পৌরসভায়ভোট শনিবার