আদালতের নির্দেশে কর্মক্ষেত্রে যোগদান করলেন ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩ আদালতের নির্দেশে কর্মক্ষেত্রে যোগদান করলেন ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশে কর্মক্ষেত্রে যোগদান করলেন হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান। বুধবার (২৪ মে) সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে স্বপদে দ্বায়িত গ্রহন করেন তিনি। এ সময় কলেজের বিভিন্ন শ্রেণী কক্ষে ক্লাস নিতে দেখা যায়। জানা যায়, গত ২৬ এপ্রিল গভর্নিং বডির সভায় সর্বসন্মতিক্রমে ২ কোটি ৪২ লক্ষ ৩২ হাজার ৭শত ১৯ টাকা অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠানের সম্পদ তছরুপ, কলেজের স্বার্থপরিপন্থী কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি এমদাদুল হক (সাবেক এমপি) অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সাময়িক বরখাস্ত করণের পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর কলেজ পরির্দশক বরাবর তিনটি কারণ দর্শানোর নোটিশ, তদন্ত প্রতিবেদন ও সাময়িক বরখাস্ত করণের রেজুলেশনের সত্যায়িত কপিসহ প্রেরণ করেন এবং অনুলিপি সহকারী রেজিষ্টার এবং ভাইস চ্যান্সেলর এর একান্ত সচিব, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক , জেলা প্রশাসক , কলেজ অধ্যক্ষ তৌফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। এর প্রেক্ষিতে অধ্যক্ষ তৌফিকুর রহমান গত ২ মে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে গভর্নিং বডির সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন সদস্যদের বিবাদী করে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং-৭৯/২৩। এর প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। বিবাদী পক্ষের আপিল আবেদনের প্রেক্ষিতে গত ১৮মে অধিকতর শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক সাময়িক বরখাস্তের বিরুদ্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ বহাল রাখেন। উল্লেখ্য যে, ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা হলেও বিগত ২০১৬ সনের ১২ এপ্রিল অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তৌফিকুর রহমান। বর্তমানে কলেজটিতে প্রায় তিন হাজার ছাত্র/ছাত্রী রয়েছে। স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর সহযোগিতায় গত ২০১৭ সালে অত্র কলেজে চারটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। কলেজটিতে বর্তমানে প্রায় ৭৯ জন শিক্ষক/কর্মচারি রয়েছেন। Share this:FacebookX Related posts: কর্মক্ষেত্রে নিরাপত্তা চেয়ে গৌরীপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন কেন্দুয়ায় সংবর্ধিত হলেন যুগলবন্দী কাব্যগ্রন্থের দুই কবি ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে কর্মহীন মানুষদের নগদ টাকা বিতরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান হালুয়াঘাটে অভাবী মানুষের পাশে দাঁড়াতে পাড়া-মহল্লায় ছুটে চলছেন ইউপি চেয়ারম্যান ময়মনসিংহ জেলা লকডাউন ধোবাউড়ায় ওমর ফাউন্ডেশন কর্তৃক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ শপথ নিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম হালুয়াঘাটের ধারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নাব্যতা হারাচ্ছে নদ-নদী,হুমকির মুখে জীববৈচিত্র SHARES Matched Content দেশের খবর বিষয়: অধ্যক্ষ তৌফিকুর রহমানআদালতের নির্দেশেকর্মক্ষেত্রেধারা আদর্শ ডিগ্রি কলেজেরযোগদান করলেন