কক্সবাজারে সন্তানের সামনে স্ত্রীকে খুন,স্বামী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় সন্তানের সামনেই স্ত্রী ছালেহা বেগমকে (২৮) উপর্যুপরি ছুরাকাঘাতে খুন করেছে স্বামী। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তানজিনা আফরিন (২৫) নামের আরেক নারী। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামীকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছালেহা বেগম। নিহত ছালেহা বেগম কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সিকদার পাড়া এলাকার রজিউল্লাহর স্ত্রী। আটক রজিউল্লাহ রজি (২৫) একই এলাকার শামসুল আলমের ছেলে।জানা গেছে, ছালেহা বেগম ও তার ছোট বোন তানজিনা আফরিন চকরিয়া বোনের বাসা থেকে কুতুবদিয়ায় বাড়িতে যাওয়ার জন্য বের হন। অটোরিকশা সিএনজি গাড়ি করে মগনামা লঞ্চঘাট যাওয়ার পথে পেকুয়া সদরের পুর্ব বাইম্যাখালী বড় কবরস্থান সংলগ্ন জায়গায় পৌঁছলে স্বামী রজিউল্লাহ সিএনজি গতিরোধ করে। এসময় গাড়ির ভেতরেই ধারালো ছোরা দিয়ে ছালেহা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় গাড়িতে থাকা নিহতের ছোট বোন আফরিন বোনকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিজিউল্লাহ মোটর সাইকেল নিয়ে সিএনজি গাড়িটি তাড়া করে। এসময় মোটর সাইকেলে তার এক ছেলেও ছিল। ছেলের সামনে মা ও খালাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করে। উত্তেজিত জনতা এ সময় হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। রজিউল্লাহ পেকুয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে পিয়ন পদে চাকুরি করেন বলে জানাগেছে। পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেশাম উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে। পারিবারিক কলহের দ্বন্ধে তাকে খুন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লিখিত এজাহার পেলে পুরো বিষয়টি জানাযাবে। Share this:FacebookX Related posts: কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গার মৃত্যু কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুষ্টিয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক কক্সবাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি বাড়ি লামায় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব বহিষ্কার সুবর্ণচরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রর্দশনী ও মেলা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক শ্বশুর বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে জামাই নিহত ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কক্সবাজারেখুনসন্তানের সামনেস্ত্রীকেস্বামী আটক