চীনের কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; কানাডার এক এমপিকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কানাডায় নিযুক্ত চীনের এক কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডিয়ান সরকার। ঐ কূটনীতিকের নাম ঝাও ওয়েই। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি কূটনীতিক ঝাও ওয়েইকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ বলে ঘোষণা করেছেন। খবর বিবিসির। জোলি বলেছেন যে, আমাদের (কানাডার) অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। চলমান সবকিছু বিবেচনা করে কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ঘটনায় নিন্দা জানিয়েছে অটোয়ার চীনের দূতাবাস। চীনের দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কানাডা সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এই মাসের শুরুর দিকে গ্লোব এবং মেইল পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়- চীন তার সীমানার মধ্যে বাস করা কানাডিয়ান একজন আইনপ্রণেতার কোনো আত্মীয় সম্পর্কে তথ্য চেয়েছিল। আর এরপরই পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য চাপের মুখে পড়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। Share this:FacebookX Related posts: চীন থেকে কেনা ১০ লাখ কেএন৯৫ মাস্ক ব্যবহারযোগ্য নয় : কানাডা করোনার কার্যকর ওষুধ আবিষ্কারের দাবি চীনের সীমান্তে সেনা মৃত্যুর পরেও চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের শেষমেশ বাইডেনকে চীনের অভিনন্দন করোনার নতুন ধরন : গতি-প্রকৃতি পরীক্ষা করছে কানাডা এবার যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি চীনের আরেক শহরে লকডাউন যুক্তরাষ্ট্র-কানাডা-ইউরোপে বিরল রোগের প্রাদুর্ভাব নাম বদলে অরুণাচল নিজেদের দাবি চীনের যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কানাডাকূটনীতিককেচীনেরবহিষ্কার করলো