রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণ, দগ্ধ ১১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ১, ২০২৩ অনলাইন ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ ১১ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২২) ও নাতি আলিফ (২), পথচারী মো. সোহেল (৩৮), মো. মেহেদী হাসান (২২), মোহাম্মদ আলী হোসেন (৫২), মো. রাশেদ মিয়া (৩১), মো. মিজানুর রহমান (৩২) ও মোছা. সাহারা বেগম (৬৫)। অপর দু’জনের নাম জানা যায়নি। দগ্ধ আব্দুর রহিমের ছেলে আল-আমিন বলেন, আমাদের বাসা ও দোকান ধূপখোলা বাজারে। বাসার সঙ্গে ওই দোকানের সামনে গ্যাসলাইন মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আমার বাবা-বোনসহ তিন জন দগ্ধ হয়। শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত এক চিকিৎসক বলেন, ধূপখোলা বাজারে দগ্ধ আব্দুর রহিমের শরীরের ৩০ শতাংশ, মিমের ২০ শতাংশ ও শিশুটি সামান্য দগ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ অন্যদের ঢাকা মেডিকেল ও বার্ণ ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। Share this:FacebookX Related posts: রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার ভরা পৌষেও ভ্যাপসা গরম রাজধানীতে! রাজধানীতে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই রাজধানীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মগবাজারে বিস্ফোরণ, মামলা করলো পুলিশ মগবাজারে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ১১ রাজধানীতে ৩০ রত্নগর্ভা মাকে সম্মাননা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ রাজধানীতে বাস উল্টে অন্তত ১৩ জন আহত রাজধানীতে ১১ পরিবহনকে ৮০৫০০ টাকা জরিমানা SHARES Matched Content জাতীয় বিষয়: গ্যাসলাইনদগ্ধ ১১বিস্ফোরণরাজধানীতে