রাজধানীতে ১১ পরিবহনকে ৮০৫০০ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর রায়েরবাগে র‌্যাবের বিশেষ অভিযানে ১১টি পরিবহনকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেস ও রোড পারমিটবিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২১ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১০ এর একটি দল ওই এলাকায় ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৯টি বাস ও দুটি মোটরসাইকেলকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, র‌্যাব-১০ সায়েদাবাদ বাস টার্মিনালে র‌্যাব সাপোর্ট সেন্ট্রার স্থাপন করেছে। এই সাপোর্ট সেন্ট্রারের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল টিম গঠন, তাৎক্ষণিক বিকল হওয়া যানবাহনের জন্য মেরামত টিম, ইফতারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি যাত্রী হয়রানি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, রায়েরবাগ, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় যথাযথভাবে চেকপোস্ট স্থাপন করে ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মাত্রাতিরিক্ত ভিড় ও সংখ্যাধিক্যের কারণে যে কোনো প্রকার ঝুঁকি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে ও যানজট নিরসনে র‌্যাব-১০ এর টহল দল সদা-সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।